"ঠিক যেমন একটি শিশু। সে একটি গাড়ি কে পথে চলনশীল দেখে মনে করে যে গাড়িটি নিজে থেকেই চলছে। এটা বুদ্ধিমত্তা নয়। মোটরগাড়িটি আপনা থেকে চলছে না.. ঠিক যেমন এখানে আমাদের কাছে টেপ রেকর্ডার, মাইক্রোফোন ইত্যাদি আছে। কেউ বলতে পারেন, "ওহ এগুলি খুবই চমৎকার আবিষ্কার। কত সুন্দভাবে সব কাজ করছে।" কিন্তু, আমাদের এটা দেখা উচিত যে চিন্ময় আত্মার স্পর্শ ব্যাতিত এই টেপ রেকর্ডার বা এই মাইক্রোফোন কোনোটাই এক মুহূর্তের জন্যও কার্য সম্পাদন করতে পারবেনা। এটাই হচ্ছে বুদ্ধিমত্তা। একটি যন্ত্র দেখে আমাদের আশ্চর্যান্বিত হওয়া উচিত না। আমাদের এটা খুঁজে দেখা উচিত যে যন্ত্রটিকে চালাচ্ছে কে। এই হচ্ছে বুদ্ধিমত্তা, সূক্ষার্থ বিবেচনম্, সূক্ষ্ম বিষয়টি দেখা।"
|