"কৃষ্ণ সম্বন্ধে না জানলে আমরা কখনো আনন্দিত হতে পারবনা। কিন্তু প্রকৃতিগত ভাবে আমরা আনন্দময়। ব্রহ্মসূত্র, বেদান্তসূত্রে এটা বলা হয়েছে যে আনন্দময়ো অভ্যাস্যাৎ। প্রত্যেকটি জীবসত্তা হচ্ছে ব্রহ্ম ও কৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। সুতরাং এই ব্রহ্ম ও পরব্রহ্ম ইনারা উভয়েই প্রকৃতিগতভাবে আনন্দময়। তাঁরা সবসময় আনন্দ আস্বাদন করতে চান। গতিকে আমাদের মধ্যে এই যে আনন্দ আস্বাদনের প্রবণতা, এ আসছে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কের ফলে, ঠিক যেমন আগুন ও স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ যতক্ষণ পর্যন্ত আগুনের সঙ্গে থেকে প্রকাশ পায়, ততক্ষন তাকে সুন্দর দেখায়। কিন্তু যখনই মূল অগ্নি থেকে স্ফুলিঙ্গের পতন হয়, ওহ! তখন তা নিবে যায়, আর নিজের সৌন্দর্য হারায়।"
|