"কৃষ্ণ বলছেন যে অপি চেৎ সুদূরাচারো, যদিও তুমি কোনো ভক্তের মধ্যে কিছু খারাপ আচরণ লক্ষ্য করতে পারো যা উন্নতমানের নয়। তবে, যেহেতু তিনি একজন ভক্ত এবং নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণভাবনায় নিয়োজিত আছেন, গতিকে তিনি একজন সাধু। যদিও পূর্বজন্মের সংস্কারের ফলে তার মধ্যে কিছু খারাপ অভ্যাস থাকতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। সেগুলি বন্ধ হয়ে যাবে। যেহেতু তিনি কৃষ্ণভাবনামৃত গ্রহণ করেছেন,তাই তাঁর সবরকমের অর্থহীন খারাপ অভ্যাসগুলো বন্ধ হয়ে যাবে।
কারণ তার কলকাঠি বন্ধ করে দেওয়া হয়েছে। যে চাবিকাঠির চলাচলের ফলে ব্যক্তি খারাপ অভ্যাস এ যুক্ত হতে বাধ্য হয়, কৃষ্ণের সমীপবর্তী হওয়ার সাথে সাথে সেই চাবিটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। ঠিক যেরকম আমরা দেখতে পাই, তাপ, বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র। যদি তুমি তার সংযোগ ব্যাহত করো তাহলে কিছুসময় সেটা গরম থাকে। কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমে আসে আর যন্ত্রটি শীতল হয়ে যায়।"