| "আমাদের এটা বোঝার চেষ্টা করা উচিত যে আমাদের অস্তিত্বের পরিকাঠামো কিরূপ। শ্রীমদ্ভগবদ্গীতায় আমাদের অস্তিত্বের স্বরূপগত অবস্থান সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা আছে: ইন্দ্রিয়ানি পরাণ্যাহু(শ্রীমদ্ভগবদ্গীতা৩.৪২), ইন্দ্রিয়ানি। ইন্দ্রিয়ানি অর্থাৎ ইন্দ্রিয়গুলি। যেমন, আমার জড়জাগতিক অস্তিত্বটি প্রকৃতপক্ষে কি? আমি এই জগতে কেন আছি? কেননা আমি ইন্দ্রিয়তৃপ্তি করতে চাই। ব্যাস। এটি আমার প্রথম স্বরূপগত অবস্থান। প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি জীব আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে ব্যস্ত। এসবের অর্থ হচ্ছে দৈহিক চাহিদা, ইন্দ্রিয়গুলি। আমাদের এই জড় অস্তিত্বের প্রথম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলি। এইজন্য শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, ইন্দ্রিয়ানি পরাণ্যাহু। আমার জড়জাগতিক অস্তিত্ব মানেইহচ্ছে ইন্দ্রিয়তৃপ্তি। ব্যাস।"
|