BN/680310 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"দীক্ষার অর্থ হচ্ছে শুদ্ধতা। এই জড়জগতে আমরা প্রত্যেকেই কলুষিত। যেহেতু আমরা কলুষিত, তাই মৃত্যু, ব্যাধি, বার্দ্ধক্য ও জন্মের যন্ত্রনা আমাদেরকে অভিভূত করে। ঠিক যেমন রোগগ্রস্থ অবস্থায়..আমাদের অভিজ্ঞতা আছে- এরকম অনেক দুঃখজনক পরিস্থিতি আছে। সুতরাং এই জড়জাগতিক অস্তিত্বের জীবনে জন্ম, মৃত্যু,জরা, ব্যাধির লক্ষণগুলি হচ্ছে বিভিন্ন প্রকারের ক্লেশ। মূর্খ জড়বাদীরা চিন্তা করছে যে তারা খুব উন্নতি করছে, কিন্তু এসব সমস্যার তাদের কাছে কোনো সমাধান নেই।" |
৬৮০৩১০ - দীক্ষা প্রবচন - সান ফ্রান্সিস্কো |