BN/680323 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতে রয়েছি। খুবই প্রতিকূল অবস্থা। সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা 'আমাকে শিগ্রহি এখান থেকে বের করুন এবং আপনার ধামে ফিরিয়ে নিয়ে চলুন'। যদি এখানে আবার আসতে হয়, তুমি জানোনা তোমাকে দুঃখ ভোগ করতে হবে। কারণ কলি যুগের অগ্রগতির সাথে সাথে, সব কিছু আরো আরো ভয়ানক হয়ে উঠছে। সংসার জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, রাজনৈতিক জীবনে শান্তি নেই, অর্থ উপার্জনে শান্তি নেই। সবকিছু সমস্যার।"
৬৮০৩২৩ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো |
৬৮০৩২৩ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো |