BN/680402 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, এটি চিন্ময় শব্দ। শব্দই সমস্ত সৃষ্টির উৎস। সুতরাং তুমি এই চিন্ময় শব্দ, যদি উচ্চারণ করো,তাহলে তুমি খুব শিগ্রহি কৃষ্ণভানমৃতর তত্ব বুঝতে পারবে। এবং এতে তোমার কোনো ক্ষতি হবেনা। ধরো তুমি হরে কৃষ্ণ জপ করছো, তাতে তোমার কোনো ক্ষতি নেই। কিন্তু যদি কোনো লাভ হয়, তুমি কেন চেষ্টা করবেনা? আমরা হাত জোর করে কেবল মিনতি করছি যে দয়া করে তুমি হরে কৃষ্ণ জপ করো। আমরা কেবল মিনতি করছি, আমরা কোনো দক্ষিণ চাইছিনা বা কষ্ট করতে বলছিনা বা খুব শিক্ষিত অথবা বড় ইঞ্জিনিয়ার বা বড় উকিল হয়ে, আমাদের কাছে আস্তে বলছিনা। তুমি যাই হও কিছু যায় আসেনা, সেখানেই থাকো। শুধু এই ষোলো অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জপ করবার চেষ্টা করো।
৬৮০৪০২ - প্রবচন - সান ফ্রান্সিস্কো |
৬৮০৪০২ - প্রবচন - সান ফ্রান্সিস্কো |