BN/680510b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং সমগ্র বিশ্ব, বা বেশির ভাগ লোকেরাই, তারা অজ্ঞানতায় আচ্ছন্ন এবং সে জানেনা সে আত্মা এবং সে এক দেহ থেকে অন্য দেহে প্রত্যাবর্তন করছে। সে মরতে চায়না, কিন্তু মৃত্যু, মৃত্যু নিষ্ঠুর, জোরপূর্বক তাকে আক্রমণ করে। কিন্তু তারা এই সমস্যা গুলোকে আন্তরিক ভাবে গ্রহণ করেন, এবং তারা পশুর মতো জীবন যাপন করে আনন্দ পায়ে। পশু জীবন চারটি জিনিষকে ঘিরে : আহার , নিদ্রা, ভয় , মৈথুন।"

৬৮০৫১০- বোস্টন কলেজে প্রবচন - বোস্টন


৬৮০৫১০- বোস্টন কলেজে প্রবচন - বোস্টন