BN/680610c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন এই মুহূর্তে একটি ধর্মহীন সভ্যতায়, যদি কোন মহান বিজ্ঞানী প্রমাণ করে ... ঠিক যেমন প্রফেসর আইনস্টাইনের, তিনিও বলেছিলেন যে আমরা যত বিজ্ঞানে অগ্রগতি করছি আমরা দেখতে পাচ্ছি যে এই মহাজাগতিক প্রকাশের পিছনে একটি বৃহৎ মস্তিষ্ক রয়েছে। সেটাই হলো ভগবানের উপস্থিতির স্বীকৃতি। সেই বৃহৎ মস্তিষ্কটি কে? সেই বৃহৎ মস্তিষ্ক হলেন ভগবান। বেদান্ত সূত্রে বলা হয়েছে, জন্মাদ্যস্য যতঃ (শ্রীমদ্ভাগবত ০১/০১/০১). ঠিক যেমন যখনই তুমি একটি সুন্দর সেতু বা সুন্দর প্রকৌশলের কাজ দেখবে, তোমার অবশ্যই মনে হবে যে এর পিছনে কোনও মস্তিষ্ক রয়েছে। এই সুন্দর নির্মাণ, এর পিছনে একটি মস্তিষ্ক আছে। একইভাবে, যারা বুদ্ধিমান পুরুষ, তারা দেখতে পাবে যে এই মহাজাগতিক ..., এই মহাজাগতিক প্রকাশে, সবকিছু অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে। "
৬৮০৬১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৬/০১ - মন্ট্রিয়াল