"এখন তুমি নিজের ধর্ম নির্বাচন করতে পারো। হয় তুমি হিন্দু হতে পারো অথবা মুসলিম বা মুহাম্মাদান অথবা বৌদ্ধ হতে পারো - তোমার ইচ্ছা মতো - শ্রীমদ্ভাগবত আপনাকে বাধা দেয় না, তবে ধর্মের উদ্দেশ্য কী সে বিষয় তোমাকে ইঙ্গিত দেয়। ধর্মের উদ্দেশ্য হলো পরম ভগবানের প্রতি তোমার শুদ্ধ প্রেম বিকশিত করা। সেটিই হলো আসল ধর্ম। সুতরাং এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতী ভারত (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৭) । যেইমাত্র মানুষের পরম ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ক্ষয় হয়... এর অর্থ যখন মানুষ ভুলে যায়, প্রায় ভুলে যায়। কারণ কমপক্ষে কিছু লোক মনে রাখে যে ভগবান আছেন। তবে সাধারণত, এই যুগে তারা ভুলে যায়। "
|