BN/680615 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"নারীগণ এবং পুরুষেরা, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের প্রকৃত চেতনা জাগরিত করছে। বর্তমান পরিস্তিতিতে, আমাদের জড় বস্তুর সংস্পর্শে অনাদি কাল ধরে থাকবার ফলে আমাদের চেতনা কলুষিত হয়ে গেছে, ঠিক যেমন বাদল থেকে বৃষ্টি হওয়ার পরে, জল একদম পরিষ্কার থাকে, কিন্তু যেই মুহূর্তে ভূমিতে পরে, তখনই তা অনেক নোংরার সাথে মিশে যাবে। যখন জল পড়ছে, তখন তা নোনতা নয়, কিন্তু যেই জড়ো বস্তু, বা মাটির সাথে মিশছে, তখন নোনতা, বা কোনো স্বাদ , বা এরম কিছু। তেমনি, আত্মা হিসেবে আমাদের চেতনা পরিষ্কার, কিন্তু জড়ো বস্তুর সাথে সঙ্গে করবার মাধ্যমে বর্তমানে, আমরাদের চেতনা কলুষিত।"
৬৮০৬১৫ - প্রবচন - মন্ট্রিয়াল |
৬৮০৬১৫ - প্রবচন - মন্ট্রিয়াল |