"শ্রীকৃষ্ণ সবার হৃদয়ে অবস্থিত। এটা এমন নয় যে আমি একজন সন্ন্যাসী, শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে বিরাজমান। না। শ্রীকৃষ্ণ সবার হৃদয়ে বিরাজমান। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেঽর্জুন তিষ্ঠাটি (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬১). সুতরাং ... এবং তিনি সংবেদনশীল। তিনি জ্ঞানে নিখুঁত। তাই এই কাজ, যে কেউ শ্রীকৃষ্ণকে বোঝার চেষ্টা করছে, তা শ্রীকৃষ্ণকে খুব সন্তুষ্ট করে। কারণ আপনি এখানে এসেছেন, তাই শ্রীকৃষ্ণ আপনার মধ্যেই আছেন, এবং যেহেতু আপনি আপনার ধৈর্যের সাথে শুনছেন, তিনি ইতিমধ্যেই সন্তুষ্ট। তিনি ইতিমধ্যে আপনার উপর সন্তুষ্ট। এবং তার ফলস্বরূপ শৃণ্বতাং স্বকথাঃ কৃষ্ণঃ পুণ্য শ্রবণকীর্তনঃ হৃদ্যন্তঃস্থো হ্যভদ্রাণি। অভদ্র মানে সেই জঘন্য জিনিসগুলো যা আমরা আমাদের হৃদয়ে অনন্তকাল থেকে জমা করে রেখেছি। "
|