" সুতরাং শ্রীমদ্ভগবদ্গীতা বোঝার পর, যদি কেউ বিশ্বস্ত হয় যে" আমি শ্রীকৃষ্ণের সেবায় আমার জীবন উৎসর্গ করব, "তাহলে সে শ্রীমদ্ভাগবতের অধ্যয়নে প্রবেশের যোগ্য। তার মানে শ্রীমদ্ভাগবত সেই জায়গা থেকে শুরু হয় যেখানে শ্রীমদ্ভগবদ্গীতা শেষ হয়। শ্রীমদ্ভাগবদগীতা শেষ হয়, সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরনং ব্রজ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৬৫)। অন্য সকল ব্যস্ততা ত্যাগ করে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা উচিত । সর্বদা মনে রাখবে, অন্য সব ব্যস্ততার অর্থ এই নয় যে তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি ... বোঝার চেষ্টা করো যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে "তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো।" সুতরাং এর অর্থ এই নয় যে অর্জুন তার যুদ্ধ করার ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। বরং, তিনি আরও জোরালোভাবে যুদ্ধ করতে শুরু করেছিলেন। "
|