BN/680709 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যদি কোন ব্যক্তি ব্রাহ্মণ হয়, স্বাভাবিক ভাবেই তার মধ্যে সেই গুণগুলো থাকবে। সেগুলো কি? সত্যম:সে সত্যবাদী। যেকোন পরিস্থিতিতেই সে সত্যকথা বলবে। এমনকি শত্রুর কাছেও গোপন কথা বলে দেবে,"এটা সত্য"। এটাই সত্যবাদিতা, এরম নয় আমি সত্যবাদী, কিন্তু যখন আমার সমস্যা হবে, আমি মিথ্যে বলব। এটা সত্যবাদিতা নয়। সত্যবাদিতা মানে সমস্ত পরিস্থিতে একজন কেবল সত্যকথা বলবে। সেটা সত্যবাদিতা, সত্য সম।" |
৬৮০৭০৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১০ - মন্ট্রিয়াল |