"একশো মাইল পর্যন্ত আকাশ মেঘে ঢাকা থাকতে পারে, কিন্তু সেই শত মাইল মেঘের দ্বারা কি সূর্য কে আচ্ছাদনে রাখা সম্ভব? সূর্য নিজেই এই পৃথিবীর চেয়ে শত শত হাজার গুণ বড়। সুতরাং মায়া পরম ব্রহ্মকে আচ্ছাদন করতে পারে না। মায়া ব্রহ্মের ক্ষুদ্র কণাগুলি আবৃত করতে পারে। তাই আমরা মায়া বা মেঘ দ্বারা আবৃত হতে পারি, কিন্তু পরম ব্রহ্ম কখনো মায়া দ্বারা আবৃত হয় না। এটাই মায়াবাদ দর্শন এবং বৈষ্ণব দর্শনের মতের মধ্যে পার্থক্য। মায়াবাদ দর্শন বলে যে পরম ব্রহ্ম আচ্ছাদিত। পরম ব্রহ্ম কে আচ্ছাদনে রাখা সম্ভব নয়। তাহলে তিনি পরমেশ্বর হন কিভাবে? সেই আচ্ছাদন সর্বোচ্চ হয়। ওহ, অনেক যুক্তি রয়েছে এবং অনেকগুলি ... কিন্তু আমরা অনুসরণ করি যে মেঘ সূর্যালোকের ছোট কণাকেগুলিকে আবৃত রাখে। কিন্তু সূর্য যেমন আছে তেমনই থাকে। এবং আমরা যখন আমরা জেট বিমানে করে যাই তখন আমরা ব্যবহারিকভাবে দেখতে পাই, আমরা মেঘের উপরে। উপরে মেঘ নেই। সূর্য পরিষ্কার দেখা যায়। নিচে মেঘ থাকে। "
|