BN/680803 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
" জীবনের আসল লক্ষ্য হল কিভাবে সুন্তুষ্টি, পরিপূর্ণ, সম্পূর্ণ তৃপ্তি পাওয়া যায়। এবং সেই সন্তুষ্টি, সম্পূর্ণ তৃপ্তি, শুধুমাত্র ভক্তিমূলক সেবার পরিচালনার মাধ্যমেই অর্জন করা যায়। অন্য কোন পদ্ধতি নেই। যদি তুমি সুখী হতে চাও, সমস্ত চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাকে নিজেকে ভগবানের ভক্তিমূলক সেবায় নিযুক্ত করতে হবে। এটি তোমাকে সমস্ত জড় জাগতিক উদ্বেগ এবং সমস্ত জড় জাগতিক দুর্দশা থেকে মুক্ত করবে। " |
৬৮০৮০৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০২/০৬ - মন্ট্রিয়াল |