" সুতরাং শ্রীকৃষ্ণের সেবা করলে কেউ হেরে যায় না। এটা আমার ব্যবহারিক অভি..., মানে, ব্যবহারিক অভিজ্ঞতা। কেউ না। তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দিচ্ছি কারণ ... এটা বোঝার চেষ্টা করুন আমার বাড়ি ছাড়ার আগে আমি ভাবছিলাম যে "আমি বড় সমস্যায় পড়তে পারি।" বিশেষত যখন আমি ১৯৬৫ সালে তোমাদের দেশের জন্য আমার বাড়ি ছেড়েছিলাম, একা, সরকার আমাকে কোন টাকা নেওয়ার অনুমতি দেবে না। আমার হাতে ছিল মাত্র কয়েকটি বই এবং চল্লিশ টাকা, ভারতীয় চল্লিশ টাকা। তাই আমি সেই অবস্থায় নিউইয়র্কে এসেছি, কিন্তু আমার আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের কৃপায় এবং শ্রীকৃষ্ণের কৃপায়, সবকিছু শ্রীকৃষ্ণ এবং আধ্যাত্মিক গুরুর সম্মিলিত কৃপায় ঘটে। "
|