BN/680910 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ধরো তুমি আকাশ সম্মন্ধে কোন ধারণা পেয়েছো। কিন্তু তোমার কাছে পূর্ণ জ্ঞান না থাকতে পারে আকাশ কতটা বিশাল এই বিষয়ে, কারণ তোমার অভিজ্ঞাতা এবং জ্ঞান ইন্দ্রিয় উপলব্ধির দ্বারা অর্জন হয়ে। যেরকম আমরা এই ঘরে বসে আছি। এই ঘরের ভেতরে একটা আকাশ আছে , কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছিনা। কিন্তু যদি আমরা এই টেবিল টাকে বোঝবার চেষ্টা করি আমরা এক বারেই ভুজে যাবো ,কারণ আমি যদি এই টেবিল টাকে স্পর্শ করি তালে আমি তার কঠিনতা বুঝতে পারবো, উপলব্ধ করা যায় বলে। " |
৬৮০৯১০ - প্রবচন ভগবদ গীতা ০৭ .০১ - সান ফ্রান্সিস্কো |