"যখন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন, তখন তিনি তার সাথে গোলক বৃন্দাবন নিয়ে আসেন। ঠিক যেমন যখন রাজা কোথাও যান, তার সমস্ত কর্মচারী, তার সৈন্য সামন্ত, এই, সে-সবাই তার সাথে আসেন। তেমনি, যখন শ্রীকৃষ্ণ এই জগতে আসেন, তার সমস্যা সামগ্রী, দোল, সবাই এ জগতে আসে, আমাদের আকর্ষিত করতে, যে "তুমি এর পেছনে ধাবিত হচ্ছ। তুমি একে ভালোবাসতে চাইছ।" বৃন্দাবনে দেখো সমস্ত কিছু প্রেমের ওপর ভীত করে। আর অন্য কিছু নেই। তারা জানেনা যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। তারা সেটা জানতেও চায় না। কিন্তু তাদের স্বাভাবিক প্রেম এতো গাঢ় যে তারা চব্বিশ ঘণ্টা শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কিছু ভাবতে পারেনা। এটাই কৃষ্ণভাবনামৃত।"
|