BN/681113 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"হরি হরি বিফলে জন্ম গনাইনু :' আমার প্রিয় ভগবান আমি অকারণে আমার এই জন্ম নষ্ট করেছি'। বিফলে মানে অকারণে, এবং জনম মানে জন্ম, এবং গায়ানু মানে ' আমি অতিবাহিত করেছি'। এখানে সে মানে একজন সাধারণ ব্যক্তি, যেহেতু আমরা সবাই আমাদের জীবন কেবল মাত্র নষ্ট করছি। তারা জানেনা যে তারা তাদের জীবন নষ্ট করছে। তারা ভাবছে যে,' আমি একটা খুব ভালো এপার্টমেন্ট রয়েছে, খুব ভালো গাড়ি রয়েছে, খুব ভালো স্ত্রী, খুব ভালো মাইনে, খুব ভালো সামাজিক অবস্থান।' তো
আরো কত কিছু। এটাই হলো জড়জাগতিক আকর্ষণ।' |
৬৮১১১৩ - প্রবচন - লস্ এঞ্জেলেস্ |