BN/681115 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কৃষ্ণভাবনামৃত হলো মুক্তির পরের ধাপ। ব্রহ্মভূত। ব্রহ্মভূত মানে "আমি সমস্ত জাগতিক দুশ্চিন্তা থেকে মুক্ত"। তাকে বলে ব্রহ্মভূত স্তর। ঠিক যেমন যদি একজন জেলের আসামি যে অনেক বছর ধরে কষ্ট পাচ্ছে, ছুটি দেওয়া হয় যদি তাকে, "এখন আমি মুক্ত" সে কত আনন্দ পাবে :"ও, এখন আমি মুক্ত।" বুঝেছ? সুতরাং সেই স্তর টি হলো ব্রহ্মভূত। প্রসনত্মা,তৎক্ষণাৎ আনন্দময়। আনন্দের কি স্বভাব? না শোচতি। বিশাল ক্ষতি হলেও, কোনো দুঃখ নেই। এবং বিশাল লাভ, তাও আনন্দ নেই বা কোনো চাহিদা নেই। তাকে বলে ব্রহ্মভূত স্তর।" |
৬৮১১১৫ - প্রবচন - লস্ এঞ্জেলেস্ |