BN/681127b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মৃত দেহ, ধরো যখন দেহটা মোরে গেছে, তখন তার কোন মূল্য নেই। বিলাপ করে কি লাভ হবে? তুমি অসংখ্য হাজার বছর ধরে বিলাপ করতে পারো, সেটা আর জীবন্ত হয়ে যাবে না। তো মৃত দেহের ওপরে বিলাপ করে লাভ নেই। এবং আত্মার বিষয়ে হলো সে চিরস্থায়ী। যদিও এটা মনে হয়ে মৃত, অথবা দেহের মৃত্যুর পরেও, সে মোরে যায় না । তো কেউ কেন মগ্ন হবে, ' ওহ, আমার বাবা মারা গাছে, বা আমার অমুক আত্তিও মারা গেছে' এবং ক্রন্দন করবে? সেই ব্যক্তি তো মরে নি। এই জ্ঞানটা একজনের থাকা উচিত। তালে সে সব বিষয়ে খুব হাসি খুশি থাকবে এবং শুধু কৃষ্ণ ভাবনামৃতে আগ্রহী থাকবে। দেহের প্রতি বিলাপ করে কোন লাভ নেই, সেটা জীবিত হোক অথবা মৃত। এটাই উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে। "
৬৮১১২৭ - প্রবচন শ্রীমদ ভগবদগীতা ০২ .০৮ -১২ - লস্‌ এঞ্জেলেস্‌