| "আমাদের কার্য আমাদের আবদ্ধ রাখে, মুক্ত করে না। কিন্তু তুমি মুক্তির জীবন পেতে পারো, সীমাহীন শক্তির জীবন পেতে পারো, সীমাহীন আনন্দের, সীমাহীন সুখের। এটা সম্ভব। এটা কোনো গল্প কথা নয়। আমরা কত গুলো গ্রহ দেখতে পাই এই ব্রহ্মাণ্ডে। আমাদের এত গুলো উড়োজাহাজ আছে কিন্তু আমরা সবচাইতে কাছের গ্রহ তার কাছেও যেতে পারিনা, আমরা এতো সীমিত।কিন্তু আমরা যদি গোবিন্দের সেবা করি, তাহলে তা সম্ভব। তুমি যেকোনো জায়গায় যেতে পারো। এই পরলোকে সুগম যাত্রা নামক ছোট গ্রন্থে এগুলো লেখা আছে। এটা সম্ভব। এই গ্রহই সব এরকম ভেবোনা। অনেক কোটি, কোটি সুন্দর গ্রহ রয়েছে। সেখানে সুখের, আনন্দের পর্যা আমরা এখানে যা উপভোগ করছি তার থেকে অনেক ভালো।"
|