"এই পুরো জড়জগৎ আমাদের সবাইকে তার সৌন্দর্য দিয়ে আকর্ষণীয় করছে, মহিলাদের শরীর। আসলে, কোন সৌন্দর্য নেই। এটা হলো বিভ্রম। শঙ্করাচার্য বলেছেন যে, 'তোমার এই সৌন্দর্যের পেছনে যাচ্ছ, কিন্তু তোমরা কি এই সৌন্দর্য কে বিশ্লেষণ করেছ? এই সৌন্দর্য কি? এতদ রক্ত-মামস -বিক্রম। এটা ঠিক যেরকম আমার শিষ্য গোবিন্দ দাসী এবং ণর নারায়ণ প্ল্যাসটার অফ প্যারিসের ছাঁচনির্মান করা। এই মুহূর্তে সেটাতে কোন আকর্ষণ নেই। কিন্তু যখন এই প্ল্যাসটার অফ প্যারিস সুন্দর করে আঁকা হবে, এটাও আকর্ষণের বস্তু হয়ে যাবে। সে রকমই এই শরীর হলো রক্ত, মাংসপেশি এবং ধমনীর একটা সমন্বয়। যদি তুমি তোমার শরীরের ওপর ভাগ টি কাটো, যেই সময়ে তুমি ভেতরে তাকাবে, সেটা হলো সম্পূর্ণ জঘন্য, ভয়ঙ্কর জিনিস। কিন্তু বাইরে দিয়ে মায়ার বিভ্রম দিয়ে রং করা, ওহ, এটাকে খুব আকর্ষণীয় লাগে। এবং সেটাই আমাদের ইন্দ্রিয়কে আকর্ষণ করছে। "
|