"শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য যুদ্ধ করতে পারতেন। তিনি সর্ব ক্ষমতাশালী। যুদ্ধ না করেও, তিনি তাকে সব দিতে পারতেন। কিন্তু তাও, তিনি চাইছিলেন সে যুদ্ধ করুক। যে একজন নিজের দায়িত্ব প্লান করবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করবার সাথে সাথে, সেট জরুরি। হাঁ। "তোমার দায়িত্ব পালন করা, কর্ম না করবার থেকে তা শ্রেয়"। যদি তুমি কৃষ্ণভাবনায় কর্ম না করতে পারো, তাহলে বর্ণাশ্রম অনুযায়ী নিজের কর্ম কর। ঠিক যেমন যদি তুমি ব্রাহ্মণ হও, তাহলে তোমাকে সেইভাবে কর্ম করতে হবে। যদি তুমি ক্ষত্রিয় হও, তাহলে তোমার সেভাবে কর্ম করতে হবে। কিন্তু কর্ম বন্ধ করা যাবেনা। শ্রীকৃষ্ণ বলছেন "কেউ নিজের দেহ ঠিক ভাবে চালাতে পারেনা কার্য ছাড়া"।"
|