"ঠিক যেমন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর সব সময়ে নির্জন জায়গায় বসে জপ করতেন। এখন যদি কেউ, ওই উচ্চ স্তরের না হয়ে, ওনাকে অনুকরণ করে, 'ওহ, হরিদাস ঠাকুর এভাবে জপ করেছেন। তো আমিও একটা একাকী জায়গায় বসি এবং জপ করি।' সে সেটা করতে পারবে না। এটা কখনোই সম্ভব নয়। সে শুধু অনুকরণ করবে এবং ফালতু কাজ করবে। তাই জন্য সবার নিজের কাজে ব্যস্ত থাকা উচিত, এবং সেই কর্মের ফলে, তার শ্রী কৃষ্ণকে সেবা করা উচিত। আমরা হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে পারিনা। সেটা হলো একটা অন্য স্তর। যদি কেউ সেই স্তরে উত্থিত হয়ে,তালে সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু সাধারণত, সেটা সাধারণ মানুষদের জন্য নয়। তাই জন্য সবার নিজের পেশা গত কার্য করা উচিত এবং তার ফল দিয়ে শ্রী ভগবানের সেবা করা উচিত ।"
|