BN/690104 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আসলে যখন শ্রীচৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বন দিয়ে হেটে যাচ্ছিলেন, বাঘ, হাতি, সাপ, হরিণ, সবাই তার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগল। এটা কি অসাধারণ। যে কেউ যোগদান দিতে পারবে। পশুরাও যোগ দিতে পারে, মানুষের কি কথা? অবশ্যই, কোন সাধারণ মানুষের পক্ষে পশুদের জপ করতে উৎসাহিত করা সম্ভব নয়, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তা করেছিলেন। আমরা যদিওবা পশুদের উৎসাহিত না করতে পারি, আমরা কম পক্ষে মানুষদের হরে কৃষ্ণ জপ করতে উৎসাহ দিতে পারি।"
|
৬৯০১০৪ - প্রবচন পরম করুন গানের তাৎপর্য - লস্ এঞ্জেলেস্ |