"বাইরের লোকেরা বলবে এটা কি কৃষ্ণভাবনামৃত, এরা ভালো বাড়িতে থাকে, ভালো খায়, নাচে, গায়ে? কি আলাদা আছে? আমরাও তাই করি। আমরাও ক্লাবে যাই এবং ভালো করে খাই এবং নাচি। কি তফাৎ?" তফাৎ আছে। তফাৎটা কি? একটা দুধের তৈরি দ্রব্য পেট খারাপ করে, আর একটা ঠিক করে। এটা বাস্তব। অন্য একটি দুধের তৈরি দ্রব্য তোমাকে সুস্থ করে। যদি তুমি ক্লাবে নাচতে থাকো এবং ক্লাবে খেতে থাকো তুমি জাগতিক রোগে আক্রান্ত হবে। এবং সেই একই নাচ একই খাওয়া এখানে করলে তুমি আধ্যাত্মিক উন্নতি করবে। কেবল একজন দক্ষ ডাক্তারের দ্বারা পথ পরিবর্তন করতে হবে। ব্যাস। একজন দক্ষ ডাক্তার তোমাকে দইয়ের সাথে ওষুধ মিশিয়ে দেবে। আসলে ওষুধ রোগীকে ধাপ্পা দেওয়ার জন্য। আসলে দই কাজ দেবে। সুতরাং তেমনি, আমাদের সবকিছু করতে হবে কিন্তু যেহেতু তা কৃষ্ণভাবনামৃতের ওষুধের সাথে মেশানো তা আমাদের জাগতিক রোগ সরিয়ে দেবে। এটাই পদ্ধতি।"
|