BN/690110 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো আসলে, আমরা সবাই, আধ্যাত্মিক মুক্তিকে অবহেলা করে, জাগতিক ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন, এবং তাই এই মানব দেহে আধ্যাত্মিক উন্নতি করবার সুযোগ হারিয়ে ফেলছি। বদ্ধ আত্মাদের এই মানব দেহে আধ্যাত্মিক মুক্তি লাভের সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং যে আধ্যাত্মিক মুক্তির কথা চিন্তা করেনা, সে আধ্যাত্মিক মৃত্যুকে আহ্বান জানাচ্ছে। আধ্যাত্মিক মৃত্যু মানে আমি যে আত্মা তা ভুলে যাওয়া। এটার মানে আধ্যাত্মিক মৃত্যু।"
|
৬৯০১১০- গোড়া পঁহু ভোজন এবং তারপর্য- লস্ এঞ্জেলেস্ |