BN/690122b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যেখানেই যাও জন্ম হবে, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরি এই, কিন্তু তুমি শ্রীকৃষ্ণ এবং গুরুকে পাবেনা। দেহের আনন্দের জন্য সব সুযোগ থাকবে- আহার, নিদ্রা, মৈথুন, ভয়, যেকোনো দেহেই থাকবে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং গুরুদেব কেবল এই জীবনে, মানব দেহে থাকবে, কৃষ্ণ গুরু নাহি মিলে। জনমে জনমে সবে পিতা মাতা পায়ে (প্রেম বিবর্ত)। খুব সহজ বিষয়: যেকোনো জীবনে তুমি পিতা মাতা পাবে, কারণ পিতা এবং মাতা ছাড়া, জন্ম নেওয়ার কোনো প্রশ্নই নেই? জনমে জনমে সবে পিতা মাতা পায়ে। সব জীবনে তুমি পিতা এবং মাতা পাবে। কিন্তু কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরি এই: কিন্তু তোমার মনে রাখা উচিত যে কৃষ্ণ এবং গুরু প্রতি জীবনে পাওয়া যায়না। তাই সেই জিনিসের খোঁজ করা উচিত: শ্রীকৃষ্ণ কোথায়? গুরুদেব কোথায়? সেটা জীবনের পরম পূর্ণতা।"
৬৯০১২২ - প্রবচন ভগবদ্‌গীতা ০৫.০১-০২ - লস্‌ এঞ্জেলেস্‌