BN/690212 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমাদের পদ্ধতিও.... ধ্যান। কিন্তু তুমি ধ্যান মানে যা বোঝো, মনকে কোন উচ্ছবস্তুর ধ্যানে নিমগ্ন করা, এটাও তাই, কিন্তু আমরা মনকে ক্রিত্তিমভাবে নিয়োজিত করিনা। কিন্তু আমাদের এই জপের পদ্ধতি মনকে তৎক্ষণাৎ আকর্ষিত করে। আমাদের পদ্ধতি হল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই মন্ত্রকে সুমধুর শুরে জপ করা। সুতরাং মন আকর্ষিত হয় এবং আমরা শব্দ শোনবার প্রয়াস করি। তার মানে আমার মন এবং কান সেটা শোনবার কাজে ব্যস্ত। এটা বাস্তবিক ধ্যান।"
|
৬৯০২১২ - সাখ্যাৎকার - লস্ এঞ্জেলেস্ |