"তো এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন খুব সুন্দর, যেই মুহূর্তে তুমি যোগদান করবে, সেই মুহূর্তে সব কলুষতা থেকে মুক্তি পাবে। কিন্তু তার পরে আর দূষিত হইও না। তাই বিধি নিষেধ আছে। কারণ আমরা কলুষিত হই এই চার রকমের খারাপ অভ্যাসের প্রভাবে। কিন্তু আমরা যদি এই গুলো বন্ধ করি তাহলে কলুষতার কোনো প্রশ্ন নেই। আমি যখনি কৃষ্ণভাবনামৃত অননুশীলন করবো আমি মুক্তি হবো। আমি যদি এখন সতর্ক থাকি এই চারটি খারাপ কর্ম করবো না, তাহলে আমি মুক্ত; আমি কলুষতা থেকে মুক্ত থাকবো। এটাই পদ্ধতি। কিন্তু তুমি যদি ভাব, "যেহেতু কৃষ্ণভাবনামৃত আমাকে মুক্ত করছে, সুতরাং আমি এই চারটি খারাপ কর্ম করবো এবং জপ করে মুক্ত হয়ে যাবো" সেটা ছল চাতুরী। তাকে স্বীকৃতি দেওয়া হবেনা।"
|