BN/690319b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং আমাদের বৈষ্ণবের নীতি হল যে আমরা নিজেদের উন্নত করবার চেষ্টা করি, ঠিক যেমন বেড়াল এবং কুকুর। কিন্তু আমরা কোন সাধারণ ব্যক্তির সেবা করবনা। শ্রীকৃষ্ণ এবং তার প্রতিনিধি- তাহলে জীবন সার্থক। কলৌ শুদ্র সম্ভব। এই যুগে, সবাই কার্যত কারোর দাস্বত্ব খুজ্জে। কিন্তু তাকে একজন প্রভু খুঁজতে দেওয়া হোক। শ্রীকৃষ্ণ তৈরী। তিনি বলছেন, সর্ব ধর্মান পরিত্যাজ্য মাং একম (ভগবদ্গীতা ১৮। ৬৬)। 'কেবল আমাকে তোমার প্রভু হিসেবে গ্রহণ করো'। প্রভু তৈরী আছেন। যদি আমরা এই প্রভুকে গ্রহণ করি, তাহলে আমাদের জীবন সার্থক।" |
৬৯০৩১৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.০৮-১১ - হাওয়াই |