BN/690330 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো ইতিহাসের তথ্য থেকেও, এমন একজন ব্যক্তি নেই যাকে শ্রীকৃষ্ণের সাথে তুলনা করা যাবে। তার তিনি সর্বাকর্ষক। এবং যা কিছু উপভোগ করি, তা শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ। পরস্যশক্তিরবিবিধৈব শ্রূয়তে (স্বেতস্বতর উপনিষদ ৬। ৮, শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য লীলা ১৩। ৬৫ তাৎপর্য)। তার শক্তি বিভিন্ন ভাবে প্রকাশ পায়ে। তেমনি, বিষ্ণুপুরাণেও, বলা হয়েছে, পরস্যব্রাহ্মণঃ শক্তিস্তথৈব অখিলং জগৎ (বিষ্ণু পুরান ১। ২২। ৫৬)। অখিলং জগৎ মানে সমগ্র ব্রহ্মাণ্ড পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ।" |
৬৯০৩৩০ - প্রবচন - হাওয়াই |