"তো আত্মবিৎসম্মতঃ। মহান আচার্যগণের দ্বারা সিকৃত হতে হবে। আমার মনের ইচ্ছায় এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। আমরা তাঁদের পদাঙ্ক অনুসরণ করছি। সেটা আমাদের কাজ। আত্মবিৎতত্ত্ব, আত্মবিৎসম্মতঃ। এবং তার পর পুংসাং, সাধারণ মানুষের জন্য, শ্রোতব্যাদিষু যঃ পরঃ (ভাগবত ২। ১। ১)। সাধারণ লোকেদের, অনেক সোমবার বিষয় আছে। কিন্তু এই বস্তু, কৃষ্ণভাবনামৃত শ্রবণের তা হলো, শ্রোতব্যাদি। যা কিছু শ্রবণের জন্য আছে, এটা সর্বশ্রেষ্ঠ। এটা সর্বোচ্চ। শ্রোতব্যাদিষু যঃ পরঃ। তো তিনি শুরু করছেন, সুকদেব গোস্বামী শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলতে প্রারম্ভ করছেন, এবং ভগবানের উপলব্ধির জন্যে এই গ্রন্থ প্রথম ধাপ। কি করে, সাধারণ মানুষেরা, তারা ভগবানকে বুঝবে, এগুলো আলোচনা করা হবে। আমরা আলোচনা করবো।"
|