BN/690416b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এটা হলো কৃষ্ণভাবনামৃত আন্দোলনের শুরু: শুধু শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ এবং জপ এবং সর্বদা চিন্তা করো। তবে তুমি সুরক্ষিত। কোনো কিছুর দ্বারা তুমি বিরক্ত হবেনা। তোমার জীবন সুরক্ষিত হবে। তোমার আগামী জীবন অবশ্যই, খুব ভালো হবে। এবং এটা খুব সহজ, কেবল জপ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।" |
৬৯০৪১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত - নিউ ইয়র্ক |