"তুমি যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকো, প্রথম ধাপে তুমি বুঝবে তুমি এই দেহ নও, তুমি আত্মা, তা প্রায় অনেক বছর লেগে যায় বুঝতে যে, 'আমি এই দেহ নই'। সকলে, তুমি কাউকে জিজ্ঞেস করো, 'তুমি কে?' সে বলবে, 'আমি স্যার, আমি এই এবং ওই', 'আমি আমেরিকান' 'আমি এই দেহ', 'আমি ওই দেহ'। কিন্তু কেউ জানেনা সে এই দেহ নয়। কিন্তু তুমি যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, প্রথম ধাপে তুমি নিজেকে বুঝতে পারবে, অহম ব্রম্হস্মি: 'আমি এই দেহ নয়, আমি আত্মা। আমি ভগবানের অংশ'। যখন তুমি এই স্তরে আসবে, তার পরের ধাপে তুমি আনন্দিত হবে।"
|