"এতাদৃশী তব কৃপা ভগবান্" (চৈতন্য চরিতামৃত অন্তঃ ২০.১৬), শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে 'হে কৃষ্ণ, আপনি এতোই দয়ালু যে আপনি আমার কাছে শব্দব্রহ্ম অর্থাৎ শব্দ,'কৃষ্ণ'-রূপে অবতীর্ণ হয়েছেন। আমি খুব সহজেই তা জপ করতে পারি, এবং তখন আপনি আমার সাথে থাকেন। কিন্তু আমি এতোই দুর্ভাগা যে এমন কি এই নামের প্রতি আমার কোনই আকর্ষণ নেই। তোমরা যদি লোকেদের বল যে, 'আপনি কৃষ্ণনাম জপ করুন; তাহলে আপনি সবকিছু পাবেন'। তারা এটা বিশ্বাস করবে না। যদি তুমি বল, 'আপনি আপনার নাক টিপুন। আমাকে পঞ্চাশ ডলার দিন আর আমি আপনাকে কিছু সুন্দর মন্ত্র দেব, এই-ঐ ইত্যাদি। আপনি আপনার মাথাটি এমন করুন, (হাসি) পা দুটি ওমন করুন,'ওহ্,' তখন সে বলবে, 'এখানে হয়তো কিছু আছে'। (হাসি) 'আর এই স্বামীজী বলছেন,'কেবল কৃষ্ণনাম জপ করুন'। ওহ্, এসব আবার কি? 'তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, "এতাদৃশী তব কৃপা ভগবন্মমাপি দুর্দৈব" (চৈতন্য চরিতামৃত অন্তঃ ২০.১৬): 'তবে আমি এতোই দুর্ভাগা যে আপনি এই যুগে এতো সুলভ, কিন্তু আমি অত্যন্ত দুর্ভাগা যে আমি এটি গ্রহণ করতে পারছি না'। এই কৃষ্ণভাবনা এতোটাই সহজে বিতরণ করা হচ্ছে, কিন্তু তারা এতোই হতভাগা যে তারা সেটি গ্রহণ করতে পারে না। অবস্থাটা দেখ। আর তুমি যদি তাদের ধোঁকা দাও, প্রতারণা কর — তাহলে তারা বলবে, 'আহ্, হ্যাঁ, স্বাগতম।'."
|