BN/690511b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যোগ বা ধ্যানের পরম লক্ষ্য কি? পরমেশ্বর, বা পরমাত্মা, বা ভগবানের সাথে যুক্ত হওয়া। সেটাই যোগের লক্ষ্য। তেমনি, গবেষণার, জ্ঞানের পদ্ধতি, তাতেও, পরব্রহ্ম লক্ষ্য, ব্রহ্মকে বোঝা উদ্দেশ্য। এরা নিঃসন্দেহে চিহ্নিত পন্থা, কিন্তু সঠিক কতৃপক্ষের বিধানে, এগুলো এই যুগে বাস্তবিক নয়। কলৌ তদ হরি কীর্তনাৎ। তাই একজনের এই হরি কীর্তনের পন্থা অবলম্বন করা উচিত।" |
৬৯০৫১১ - প্রবচন ভারতীয় সংগঠন- কলম্বাস |