"আমাদের সুপারিশ হলো কেবল, হরে কৃষ্ণ জপ করো। সংস্কৃত শব্দের কথা বলতে গেলে, সেটা কোনো সমস্যা নয়, সবাই জপ করছে। তাহলে সমস্যা কোথায়? যেকোনো ধর্মীয় নীতি আনো। কোথাও এতো সহজ পন্থা দেওয়া নেই। আমরা কোনো ধর্মীয় আচার সুপারিশ করি না। এটাই সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা বলছি, যে, কেবল জপ করো। ধর্মীয় আচার একটু সাহায্য করছে। ব্যাস। সাহায্য করছে। তার দরকার নেই। শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন যে সমস্ত শক্তি, সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান, সবকিছু এই নামেই আছে। কেবল জপের মাধ্যমে আমরা সব পাই। কিন্তু শুধু সাহায্য করতে। যদি কেউ এই ধর্মীয় আচার না চায়, তা খুব জরুরি নয়। আমরা বলি না। আমরা সুপারিশ করি যে 'দোয়া করে জপ করো। ব্যাস।"
|