"বৈদিক সাহিত্য এটাই জানিয়ে দেয় যে লব্ধা সুদুর্লভমিদাং (শ্রীমদ্ভাগবত ১১/০৯/২৯ )। ইদম্ মানে 'এই' । 'এই' মানে এই দেহ, এই সুযোগ, মানব জীবন, উন্নত চেতনা, পূর্ণ সুবিধা । পশু, তাদের কোন সুবিধা নেই । তারা জঙ্গলে বসবাস করছে । কিন্তু আমরা এই জঙ্গলগুলি, এই বনগুলিকে অনেক আরামদায়ক পরিস্থিতির জন্য ব্যবহার করতে পারি । সুতরাং আমরা উন্নত চেতনা, বুদ্ধি পেয়েছি । আমরা কাজে লাগাতে পারি । তাই একে অর্থদম্ বলা হয় । অর্থ । অর্থের দুটি অর্থ আছে । অর্থ-শাস্ত্র । অর্থশাস্ত্র মানে অর্থনীতি, কিভাবে সম্পদ বাড়ানো যায় । তাকেই বলা হয় অর্থ । তাই অর্থদম্ । এই মানব জীবন তোমাকে অর্থ দান করতে পারে । অর্থ মানে উল্লেখযোগ্য কিছু ।"
|