BN/690604b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো তুমি যদি হরে কৃষ্ণ জপ করো, তুমি বাধ্য হবে তাকে স্মরণ করতে। যেই মুহূর্তে 'কৃষ্ণ' শব্দটি থাকবে, এবং তুমি যত এই স্বভাবের অভ্যাস করবে, তাহলে তুমি কেবল শ্রীকৃষ্ণকে দর্শন করবে,কৃষ্ণ কৃষ্ণ- আর অন্য কিছু নয়। আর অন্য কিছু দেখতে পাবেনা। সর্বত্র স্ফূর্তি তার ইষ্টদেব মূর্তি (চৈতন্য চরিতামৃত মধ্য লীলা ৮। ২৭৪)। তুমি যেই উন্নতি করবে, যখন তুমি বৃক্ষ দেখবে, কিন্তু তুমি দেখবে তা শ্রীকৃষ্ণ; তুমি বৃক্ষের রূপ দেখতে পাবেনা।" |
৬৯০৬০৪ - প্রবচন দীক্ষা এবং বিবাহ অনুষ্ঠান - নব বৃন্দাবন, যুক্তরাষ্ট্র |