"আমরা আত্মা। আমরা কোনো জড়াবস্থায় থাকে পাবনা। ঠিক যেমন আমাদের স্বাভাবিক অবস্থা হলো সুস্থ জীবন, জ্বরের অবস্থা নয়। তা অস্বাভাবিক। যদি কেউ জ্বরে আক্রান্ত হয়, সেটা তার স্বাভাবিক জীবন নয়। সেটা অনিত্য, অস্বাভাবিক। আসল জীবন হলো সুস্থ জীবন। আমাদের ঠিক করে খেতে হবে। আমাদের ভালো করে ঘুমাতে হবে। আমাদের খুব ভালো করে কাজ করতে হবে। আমাদের, মাথা সঠিকভাবে কাজ করা উচিত। এটা সুস্থতার লক্ষণ। কিন্তু যখন আমি ঠিক করে কাজ করতে পারছিনা, আমি ঠিক করে ঘুমাতে পারছিনা, আমি ঠিক করে কাজ করতে পারছিনা, আমার মাথা ঠিক করে কাজ করছেন, তার মানে অস্বাভাবিক পরিস্থিতি। সুতরাং, সেই সময় তার একজন দক্ষ ডাক্তারের দ্বারা চিকিৎসা দরকার। তো এইখানে, দক্ষ ডাক্তার হচ্ছেন, নারদমুনি। এবং তিনি তার শিষ্যকে উপদেশ দিচ্ছেন যাতে সে দক্ষ হয়ে ওঠে। এটাই গুরু পরম্পরা ধারা।"
|