BN/690621b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাহলে ধরো আমরা এই কৃষ্ণ ভাবনাময় অবলম্বন করা করছি। এখনই মৃত্যু অবিলম্বে আসতে পারে। আমরা সবাই মারা যাই। তাই নারদ মুনি আমাদের উৎসাহ দেন যে পুনরেবা ততো স্বেদবা (?):" হয় আমরা মরে যাই অথবা মাঝে মাঝে আমরা অধঃপতিত হই ... "কারণ মায়া এবং শ্রীকৃষ্ণ পাশাপাশি। "সুতরাং এটি ঠিক আছে। আমরা কৃষ্ণ ভাবনাময় আছি। কিন্তু যদি আমরা অধঃপতিত হই ..., "ব্রসে বা তদা স্বধর্ম ত্যাগ নিমিত্ত নর্থআশ্রয় (?), "তাহলে তুমি তোমার অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়েছ। তাই তোমার কর্তব্য ত্যাগ করার জন্য অবশ্যই কিছু শাস্তি থাকবে।" আমি পার্থিব শাস্তি বলতে চাই না। ঠিক যেমন, বৈদিক পদ্ধতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় আছে; উদাহরণস্বরূপ, ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন যে "তুমি ক্ষত্রিয়। সুতরাং যদি তুমি এই যুদ্ধে মারা যাও, তাহলে তোমার স্বর্গের দরজা খোলা। "কারণ, শাস্ত্র অনুসারে, যদি কোন ক্ষত্রিয় যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সে স্বর্গে উন্নতি লাভ করে। এবং যদি সে চলে যায়, যুদ্ধ ছেড়ে দেয়, তারপর সে নরকে যায়। একইভাবে, যদি কেউ তার দায়িত্ব, নির্ধারিত দায়িত্ব পালন না করে, তাহলে তার পতন হয়। "
৬৯০৬২১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০৫/১৭-১৮ - নব বৃন্দাবন, আমেরিকা