BN/691222b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সার্থক জীবন মানে হলো, আমাদের চেতনা শ্রীকৃষ্ণ চেতনাতে পরিবর্তন করা । সেটাই হলো সাফল্য। লাব্ধবা সু -দুর্লভম ইদাম বহু - সম্ভান্তে । আমরা অনেক অনেক, অনেক জন্ম বাদে পেয়েছি, মানুস্যাম, এই মনুষ্য জীবন। তাই জন্য শাস্ত্র বলে, তুর্ণাম যাতেতা। আমি খুবই আনন্দিত।তোমরা সব যুবক যুবতীরা, তোমরা সবাই ভাগ্যবান। আমি তোমাদের প্রতারণা করছিনা। তোমরা আসলে ভাগ্যবান। তোমরা একদম ঠিক যায়গায় এসেছ, যেখানে তোমরা কৃষ্ণ ভাবনামৃত সম্মন্ধে জানতে পারবে। এটা হলো জীবনের সবচেয়ে বড় বর । " |
৬৯১২২২ - প্রবচন শ্রীমদ ভগবত ০২ .০১ .০১ -৫ - বোস্টন |