"আমরা খাচ্ছি। প্রত্যেকেই খাচ্ছে; আমরাও খাচ্ছি। পার্থক্যটি হল কেউ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাচ্ছে, আর কেউ শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়তৃপ্তির জন্য খাচ্ছে। সেটিই হচ্ছে পার্থক্য। তাই তুমি যদি কেবল এইটুকু স্বীকার কর যে, 'হে আমার প্রিয় প্রভু...' ঠিক একজন পুত্রের মতো, যদি সে তার পিতার কাছ থেকে প্রাপ্ত সুবিধাগুলি স্বীকার করে তাহলেই তার পিতা কতই না সন্তুষ্ট হন, 'ওহ্, আমার পুত্র কতো ভাল'। পিতা সবকিছু সরবরাহ করছেন। কিন্তু পুত্র যদি বলে, 'আমার প্রিয় পিতা, আপনি কত মহান যে আপনি এতো সুন্দর সুন্দর জিনিস আমায় দিচ্ছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি'। তা শুনে পিতা অত্যন্ত সন্তুষ্ট হন। পিতা সেই ধন্যবাদ চান না, কিন্তু এটি স্বাভাবিক। পিতা সেই ধন্যবাদ পেলেন কি না তার কোনও পরোয়া করেন না। তাঁর কর্তব্য সরবরাহ করা। কিন্তু পুত্র যদি পিতার দেয়া উপকারের জন্য ধন্যবাদ দেয়ার মনোভাব রাখে, তাহলে পিতা বিশেষভাবে প্রীত হন। তেমনি ভাবে, ভগবান হচ্ছেন পিতা। তিনি আমাদের সবকিছু সরবরাহ করছেন।"
|