BN/700115 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"একটি কুকুর তার প্রভুর দ্বারা শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু তবু সে ভাবে যে সে সুখী। সে মনে করে না যে, 'আমি সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং শৃঙ্খলাবদ্ধ। আমার কোন স্বাধীনতা নেই। আমি স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারি না।' এমনকি তার শৃঙ্খল যদি খুলেও নেওয়া হয়, তবু সে শৃঙ্খলিত হয়েই থাকতে চায়। এই হচ্ছে মায়া। জীবনের যেকোনও পরিস্থিতিতেই, প্রত্যেকেই ভাবছে যে সে সুখী। প্রকৃতপক্ষে সে জানেই না যে সুখ কি। একেই বলে মায়া।" |
৭০০১১৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১৯ - লস্ এঞ্জেলেস্ |