"এই জড় জগতে দুটি শক্তি কাজ করছে: চিন্ময় শক্তি এবং জড়া শক্তি। জড়াশক্তি অর্থাৎ এই আট ধরণের উপাদান যথা ভূমিরাপহনলো বায়ুঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/৪) মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি এবং অহম্। এইগুলো সব জড় উপাদান। আর একইভাবে, সূক্ষ্মতর, আরও সূক্ষ্মতর, তার চেয়েও সূক্ষ্মতর, তার থেকেও সূক্ষ্মতর এবং স্থূলতর, আরও স্থূলতর, তার চেয়েও স্থূলতর। যেমন জল মাটি থেকেও সূক্ষ্মতর, এরপর আগুন জলের চেয়েও সূক্ষ্মতর, বাতাস আগুনের চেয়ে সূক্ষ্মতর, আর আকাশ বায়ুর চেয়েও সূক্ষ্মতর। একইভাবে, বুদ্ধি আকাশের চেয়ে সূক্ষ্মতর, অথবা মন আকাশের চেয়ে সূক্ষ্মতর। মন... আমি বেশ কয়েকবার মনের গতি নিয়ে উদাহরণ দিয়েছি। এক সেকেন্ডে তুমি হাজার হাজার মাইল চলে যেতে পার। সুতরাং উপাদানগুলো যতই সূক্ষ্মতর হতে থাকে, তা ততটাই শক্তিশালী হতে থাকে। একইভাবে, চরমে যখন তুমি চিন্ময় উপাদানের ক্ষেত্রে আসবে, যা কি না আরও সূক্ষ্মতর, যাঁর থেকে সবকিছু উদ্ভূত হয়েছে, ওহ্, সেটি তো খুবই শক্তিশালী। সেই আধ্যাত্মিক শক্তিটি অত্যন্ত শক্তিশালী।"
|