BN/700508 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীচৈতন্য মহাপ্রভুর এই দর্শন হচ্ছে 'জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস' (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২০/১০৮-১০৯)। জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক; তা সে স্বীকার করুক আর না-ই করুক, তাতে কিছু আসে যায় না। তার পরিচয় সে দাস। ঠিক যেমন একজন নাগরিক দেশের বা রাজ্যের আইন মেনে চলে অথবা রাজ্যের নিয়ন্ত্রণাধীন। সে হয়তো বলতে পারে যে "আমি দেশের আইনের কোনও পরোয়া করি না, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সৈন্যবাহিনীর দ্বারা তা মেনে চলতে তাকে বাধ্য করা হবে। তাই কাউকে হয়তো শ্রীকৃষ্ণকে জোর করে হলেও প্রভু মানতে বাধ্য হতে হয়, আর অন্য কেউ স্বেচ্ছায় ভগবানের সেবা করছে। এটিই হচ্ছে পার্থক্য। কিন্তু কেউই ভগবানের সেবা করা থেকে মুক্ত নয়। তা সম্ভব নয়।"
|
৭০০৫০৮ - ঈশোপনিষদ প্রবচন, মন্ত্র.৬ - লস্ এঞ্জেলেস্ |