"যা কিছু আমরা এখনও পাই নি, তা পেতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন থাকি। সেটি হচ্ছে কাঙ্ক্ষতি, লালায়িত হওয়া। এবং যখন আমরা কোন কিছু হারিয়ে ফেলি, তখন আমরা শোক করি। কিন্তু আমরা যদি এই কথাটি জানতে পারি যে শ্রীকৃষ্ণই হচ্ছে সবকিছু মূল কেন্দ্রস্থল, তখন আমরা যা কিছু পেয়েছি, অর্জন করেছি বা লাভ করেছি, সেগুলোও সব শ্রীকৃষ্ণেরই ইচ্ছা। শ্রীকৃষ্ণ দিয়েছেন; সুতরাং গ্রহণ কর। আর যদি সেটা শ্রীকৃষ্ণ নিয়ে নিয়েও থাকেন, তাহলেই বা আক্ষেপ কিসের? শ্রীকৃষ্ণ সেই বস্তুটি আমার থেকে নিয়ে নিতে পছন্দ করেছেন। ওহ্, তাহলে আমি কেনই বা শোক করব? কারণ, একত্বম্, পরমেশ্বর ভগবান তিনি সর্বকারণের কারণ। তিনি নিচ্ছেন, তিনিই আবার দিচ্ছেন।"
|